সোনারগাঁয়ে ডেঙ্গু প্রতিরোধে বিএনপির মশক নিধন স্প্রে ও ৩১ দফার লিফলেট বিতরণ

মুক্ত বাংলাদেশ
শনিবার, ১১ অক্টোবর, ২০২৫ | অক্টোবর ১১, ২০২৫ Last Updated 2025-10-11T12:19:50Z


ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও জনগণের পাশে থাকার অংশ হিসেবে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পিরোজপুর ইউনিয়নে বিএনপির উদ্যোগে মশক নিধন স্প্রে ও রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।


শনিবার (১১ অক্টোবর) বিকেলে উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেঘনা শিল্পাঞ্চল এলাকায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান-এর নির্দেশনায় এই কর্মসূচি পরিচালনা করা হয়।


এ সময় শিল্পাঞ্চলের বিভিন্ন রাস্তাঘাট, ড্রেন ও আশপাশের এলাকায় ফগার মেশিনের মাধ্যমে মশা নিধনের ওষুধ ছিটানো হয়। পাশাপাশি এলাকাবাসীর মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত “রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা” সংবলিত লিফলেট বিতরণ করা হয়।


এ উপলক্ষে সোনারগাঁ উপজেলা বিএনপির অর্থ সম্পাদক মো. হান্নান বেপারী বলেন,“বর্তমানে ঘন ঘন বৃষ্টির কারণে ডেঙ্গু রোগ দ্রুত ছড়িয়ে পড়ছে। আমরা জনগণের পাশে থেকে নিজের অর্থায়নে ও দলের সহযোগিতায় এলাকায় মশা নিধন কার্যক্রম চালিয়ে যাচ্ছি। ইনশাআল্লাহ পর্যায়ক্রমে পুরো সোনারগাঁয়ে স্প্রে করা হবে এবং জনসচেতনতামূলক প্রচারণা অব্যাহত থাকবে।”


তিনি আরও বলেন,“আজহারুল ইসলাম মান্নানের নির্দেশনায় বিএনপি সবসময় মানুষের কল্যাণে কাজ করছে। জনগণই আমাদের শক্তি, তাদের পাশে থাকাই আমাদের অঙ্গীকার।”


কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা শাহানুর, হাসান বশরী, দুলাল মিয়া, রিপন বেপারী, আলিনুর বেপারী, জয়নাল আবেদীন, আরিফ বেপারী, নুরে আলমসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং অসংখ্য এলাকাবাসী।


স্থানীয়রা জানান, বিএনপির এই উদ্যোগে এলাকাবাসীর মধ্যে ব্যাপক সাড়া পড়ে। ডেঙ্গু প্রতিরোধে এই কার্যক্রম চলমান রাখার আহ্বান জানান তারা।

Comments
মন্তব্য করার ক্ষেত্রে অনুগ্রহ পূর্বক অশ্লীল শব্দ প্রয়োগ, গালিগালাজ, ব্যাক্তিগত আক্রমণ, নাম বিকৃত করা থেকে বিরত থাকুন।
  • সোনারগাঁয়ে ডেঙ্গু প্রতিরোধে বিএনপির মশক নিধন স্প্রে ও ৩১ দফার লিফলেট বিতরণ

জনপ্রিয়