সোনারগাঁয়ে স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

মুক্ত বাংলাদেশ
শনিবার, ১১ অক্টোবর, ২০২৫ | অক্টোবর ১১, ২০২৫ Last Updated 2025-10-11T13:00:05Z


নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় পৃথক ওরনায় স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত ১ টায় উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের দারোগোল্লা গ্রামে এ ঘটনা ঘটে।


নিহতরা হলেন সিনথিয়া (১৯ ) ও তার স্বামী সাব্বির (২৩)। সাব্বির হোসেন ওই এলাকার নুর মোহাম্মদের ছেলে।


পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের দারোগোল্লা গ্রামের সাব্বির হোসেন ও তার স্ত্রী সিনথিয়া আক্তার দীর্ঘ দিন ধরে পারিবারিক দ্বন্দ্ব  চলে আসছে। ধারণা করা হচ্ছে, সেই পারিবারিক দ্বন্দ্বের জের ধরে তারা আত্মহত্যা করেছেন। খবর পেয়ে সোনারগাঁ থানার এসআই মোহাম্মদ সোহেল সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন। তাদের সংসারে সাফরান হাসান নুর নামে ৩ বছরের একটি ছেলে রয়েছে। প্রাথমিক সুরতহাল শেষে লাশ দুটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


নিহত সাব্বিরের বড় বোন নুপুর আক্তার বলেন, শুক্রবার রাতে আমাদের বাসায় এসেছিল খাবার খেয়ে চলে যায়। পরে রাতে এঘটনা শুনে তাদের বাসায় এসেছি। তিনি আরও বলেন, গত ২০ দিন আগে গ্রামের পঞ্চায়েতরা তাদের বিচার শালিস করে মিলমিশ করে দেয়। এরপর কোনো সমস্যা ছিলনা।  


সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাশেদুল হাসান খান জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রকৃত ঘটনা জানা যাবে।

Comments
মন্তব্য করার ক্ষেত্রে অনুগ্রহ পূর্বক অশ্লীল শব্দ প্রয়োগ, গালিগালাজ, ব্যাক্তিগত আক্রমণ, নাম বিকৃত করা থেকে বিরত থাকুন।
  • সোনারগাঁয়ে স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

জনপ্রিয়