সোনারগাঁয়ে জমি বিরোধে হামলা, নারীসহ ১০ জন আহত

মুক্ত বাংলাদেশ
সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬ | জানুয়ারি ১৯, ২০২৬ Last Updated 2026-01-19T17:17:42Z


নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের কামারগাঁও এলাকায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে এ ঘটনা ঘটে।


আহতদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় সন্ধ্যায় ভুক্তভোগী মো. শাহ জামাল বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।


স্থানীয় সূত্রে জানা যায়, কামারগাঁও এলাকার মাইনউদ্দিন মিয়ার ছেলে মো. শাহ জামালের সঙ্গে বাড়ি মজলিশ গ্রামের কালু মিয়ার ছেলে মীর কবির হোসেনের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। বিষয়টি নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে আপোষ-মীমাংসার চেষ্টা হলেও তা ফলপ্রসূ হয়নি। পরে উভয় পক্ষ ভূমি অফিসে পৃথক অভিযোগ দায়ের করে।


অভিযোগের পরিপ্রেক্ষিতে সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তৌফিকুর রহমান সোমবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শনে যান। তবে এ সময় শাহ জামালের পক্ষের লোকজনকে কথা বলতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। এসিল্যান্ড চলে যাওয়ার পর উভয় পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়।


প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে মীর কবির হোসেনের নেতৃত্বে ১৫-২০ জনের একটি দল দেশীয় অস্ত্র—দা, চাপাতি, হকিস্টিক, লোহার রড, এসএস পাইপ ও লাঠিসোটা নিয়ে শাহ জামালের বাড়িতে অতর্কিত হামলা চালায়। এতে শাহ জামালের স্ত্রী তাছলিমা বেগম (৪৫), ছেলে সিফাত মিয়া (২৪), রাহাত হোসেন (১৯), চাচাতো ভাই মাসুদ মিয়া (৪৩), চাচাতো ভাইয়ের স্ত্রী টগর আক্তার (২৭) ও জুয়েল মিয়া (২৬)সহ মোট ১০ জন আহত হন।

আহত জুয়েল মিয়ার অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।


ভুক্তভোগী শাহ জামাল অভিযোগ করে বলেন, তারা দীর্ঘদিন ধরে পৈত্রিক জমিতে ভোগদখল করে আসছেন। হঠাৎ করে মীর কবির ওই জমি নিজের দাবি করে নামজারি বাতিলের জন্য ভূমি অফিসে আবেদন করেন। তদন্ত শেষে এসিল্যান্ড চলে যাওয়ার পর পরিকল্পিতভাবে তাদের ওপর হামলা চালানো হয়।


অন্যদিকে অভিযুক্ত মীর কবির হোসেন বলেন, এসিল্যান্ডের তদন্ত চলাকালে রতন নামে এক যুবক তার পক্ষে কথা বলায় প্রতিপক্ষ তাকে ইট দিয়ে আঘাত করে। এর জের ধরেই পরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।


সোনারগাঁ থানার ওসি মো. মহিবুল্লাহ জানান, জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষের ঘটনায় একটি অভিযোগ গ্রহণ করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি ছুরি উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তৌফিকুর রহমান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে উভয় পক্ষকে প্রয়োজনীয় কাগজপত্রসহ অফিসে আসতে বলা হয়েছে। তবে হামলা বা সংঘর্ষের বিষয়ে তিনি অবগত নন।

Comments
মন্তব্য করার ক্ষেত্রে অনুগ্রহ পূর্বক অশ্লীল শব্দ প্রয়োগ, গালিগালাজ, ব্যাক্তিগত আক্রমণ, নাম বিকৃত করা থেকে বিরত থাকুন।
  • সোনারগাঁয়ে জমি বিরোধে হামলা, নারীসহ ১০ জন আহত

জনপ্রিয়