নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পরকীয়ার টানে দুই সন্তান রেখে আরিফা বেগম (২৭) নামে এক ডুবাই প্রবাসীর স্ত্রী ৭ ভরি স্বর্ণ ও নগদ ২১ লক্ষ টাকা নিয়ে উধাও হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
উপজেলা পিরোজপুর ইউনিয়নের পিরোজপুর ইউনিয়নের জিয়ানগর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ডুবাই প্রবাসীর ভাই সাইদুর রহমান গত সোমবার সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। গত ছয় মাসেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকার জয়াগঞ্জ এলাকার জাবেদের মেয়ে আরিফা বেগমের (২৭) সঙ্গে প্রায় ৯ বছর আগে পিরোজপুর ইউনিয়নের জিয়ানগর গ্রামের আ: সালামের ছেলে সাইকুল ইসলাম (৩০) বিয়ে হয়। তাদের ঘরে মো. আরাফাত (১৪) ও আব্দুর রহমান (৫) নামে দুই ছেলে সন্তান রয়েছে।
স্বামী বিদেশ থাকার সুবাদে এক ছেলের সঙ্গে বিভিন্ন সময়ে সখ্য ও পরকীয়ার সম্পর্ক গড়ে ওঠে আরিফা বেগমের। গত ছয় মাস আগে আরিফা বেগম স্বামীকে ডিভোর্স দিতে বাড়ি থেকে পালিয়ে যায়। গত ছয় মাসেও খোজাখুজি করে য়ার সন্ধান পাওয়া যায়নি।
সোনারগাঁ থানার পরিদর্শক( তদন্ত) মো. রাশেদুল হাসান খান বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

